আজকে আমি আপনাদের মাঝে একটা Computer সফটওয়্যার সম্পর্কে বলবো। যার মাধ্যমে আপনি আপনার পিসির যে কোন ফোল্ডার গুলোর কালার পরিবর্তন করতে পারবেন।
সুতরাং বেশি কথা বাড়াব না কাজের কথাই আসা যাক।
আমার দেয়া link থেকে software টি ডাউনলোড করে নিন।
তারপর ডাউনলোড করা ফাইলটি Zip করা থাকবে আপনাকে UnZip করে নিতে হবে।
link : এখানে ক্লিক করুন
এবার মূল কাজ গুলো করে নিন :
- Software টি ইন্সটল দেওয়ার সময় আপনার PC থেকে এন্টিভাইরাস টা off করে নিন।
- FolderPainter file এ দুই বার click করে ওপেন করুন।
- Crack এ ডাবল ক্লিক করুন।
- Use Shift Key to F G।
- এবার Add to Menu তে click করুন কাজ শেষ।
এবার যে ফোল্ডার টা কালার করবেন তার উপর মাউচ এর pointer টা নিয়ে Shift key+Mouse Right key ক্লিক করুন।
এখন মেনুতে খেয়াল করবেন "Change Folder Icon" নামে একটা option যোগ হয়েছে।
সেখান থেকে আপনার পছন্দ মত কালার choice করে নিবেন।
ব্যাস কাজ শেষ।
লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে টেক সমাধানের পক্ষ থেকে ধন্যবাদ ।
লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে টেক সমাধানের পক্ষ থেকে ধন্যবাদ ।
0 Comments