Search Bar

| কিভাবে Facebook ID কে Page এ Convert করবেন |

আপনাদের সবাইকে স্বাগতম করছি টেক সমাধানে। আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি! আজকে আপনাদের কাছে একটি Trick শেয়ার করব কি ভাবে Facebook ID থেকে একটা Fecebook Page এ কনভার্ট করবে এক দম সহজে। এই কাজটি করতে আপনার একটি ডেক্সটপ এর প্রয়োজন হবে, তাহলে আপনি সহজে কাজটি করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

| কিভাবে Facebook ID কে  Page এ Convert করবেন |


Facebook ID থেকে একটি  Page তৈরি করতে হলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে ঃ


  • আইডি কে পেইজে রুপান্তর করলে, দ্বিতীয় বার পেইজটি আইডিতে ফেরত আনতে পারবেন না।
  • Facebook ID এর সকল ছবি অটোমেটিক Page এ চলে আসবে।
  • Facebook ID এর নাম  Page এর নাম হবে।
  • Facebook ID লিংক এবং Page এর লিংক দুইটি একই হবে।
  • Facebook ID ফ্রেন্ড সংখ্যা + ফলোয়ার=Page এর Like সংখ্যায় পরিবর্তন হবে।



যেভাবে Facebook ID থেকে একটি  Page এ রুপান্তর করবেন ঃ

প্রথমে এই লিংকে ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি পেইজে চলে আসবেন↓↓↓




এই পেইজের মধ্য থেকে Create a Facebook Page Based on Your Profile সিলেক্ট করেন । তাহলে  আপনার মাঝে অন্য আরেকটি পেইজ আসবে , তখন সেই পেইজের মধ্য থেকে Get Started এ ক্লিক করলেই । আপনার পেইজটি তৈরি হয়ে যাবে । তারপর আপনার পেইজটিকে আপনার ইচ্ছা মত ডিজাইন করতে পারবেন ।



লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে টেক সমাধানের পক্ষ থেকে  ধন্যবাদ ।


Post a Comment

0 Comments